কোভিড-১৯ তথা করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। এ মহামারি ইতিমধ্যে সহনীয় হয়ে আসায় দেশে দেশে আবার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পেতে শুরু করেছে। আর অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হলেই যে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যায়, তা জানা কথা। অনেক দিন পর আবার সেই লক্ষণ দেখা দিয়েছে।